নিজস্ব প্রতিবেদক:
গত শনিবার রাত অনুমান ২টার দিকে কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। কাল বৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন গ্রামে অন্তত ৩ শতাধিক আধা কাঁচা ঘর পুরোপুরি ভাবে বিধ্বস্ত হয়েছে। আংশিক ভাবে ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে আরো ৫ শতাধিক বাড়ি ঘরের। এ সময় ঘরের নীচে চাপা পড়ে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। বৈদ্যুতিক খুটি, তার ও শত শত গাছপালা উপড়ে পড়ায় উপজেলার অধিকাংশ স্থানে গত শনিবার রাত থেকে অদ্যবধি পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিশেষ করে কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পশ্চিম, ২নং লক্ষীপ্রসাদ পূর্ব এবং ৫নং বড়চতুল ইউনিয়নে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। তার মধ্যে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে অন্তত দেড় শতাধিক ঘরবাড়ী বিধ্বস্ত এবং ২ শতাধিক ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত ও শত শত গাছপালা উপড়ে ও ভেঙ্গে পড়ে। তার মধ্যে সুরাইঘাট বিজিবি ক্যাম্পের ক্ষতির পরিমাণ বেশি। ক্যাম্পে অবস্থিত ২৮টি ছোট বড় গাছ উপড়ে পড়েছে, টিনসেডের ২টি ঘরের চালা উড়ে গেছে এবং বেতার বার্তার ক্ষতি সাধিত হয়েছে। ঘুর্ণিঝড়ে ব্যাপক গাছপালা পড়ে কানাইঘাট সুরাইঘাট সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে সুরাইঘাট বিজিবি ক্যাম্পের জওয়ানরা কঠোর পরিশ্রম করে গাছপালা সরিয়ে ফেললে রবিবার সকাল ১১টার দিকে পুণরায় যান চলাচল শুরু হয়। সরেজমিনে বিধ্বস্ত বাড়ী ঘর ঘুরে দেখেছেন লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, ইউপি সদস্য কয়সর আহমদ ও সমাজকর্মী মাওঃ সাহাব উদ্দিন। ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী জরুরী ভিত্তিতে গৃহ নির্মাণের লক্ষে সরকারী সাহায্য সহযোগিতার আহ্বান জানিয়েছেন। এছাড়া বড়চতুল ইউপি ও লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির বিভিন্ন গ্রামে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়