তথ্য প্রযুক্তি ডেস্ক:
ফেসবুক মেসেঞ্জার অ্যাপে ভিডিও কল ফিচার যুক্ত করা হয়েছে। এ ফিচার ব্যবহার করা যাবে অ্যাপটির ডেস্কটপ সংস্করণেও। অ্যাপটির মাধ্যমে মোবাইল-টু-ডেস্কটপ ভিডিও কলিং ফিচারও শিগগিরই চালু হবে। সোমবার থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, আয়ারল্যান্ড, মেক্সিকো, ওমান, নাইজেরিয়াসহ মোট ১৮টি দেশের ব্যবহারকারীরা ফেসবুক মেসেঞ্জার অ্যাপের ভয়েস কলিং সেবা পাচ্ছেন।
ভয়েস কলিং সেবা যোগ করার মাধ্যমে ফেসবুকের মেসেঞ্জার অ্যাপ, মাইক্রোসফটের স্কাইপি আর গুগল হ্যাং আউটের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর কাতারে চলে এলো অ্যাপটি। প্রযুক্তি ডেস্ক
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়