Monday, May 11

বিদ্যুৎহীন চট্রগ্রাম


চট্টগ্রাম: চট্রগ্রামের হাটহাজারী সাব স্টেশনে একটি ট্রান্সফরমারে আগুন লাগার পর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে চট্টগ্রাম জেলার বেশির ভাগ এলাকা। সোমবার সন্ধ্যার পর ওই অগ্নিকাণ্ড ঘটে বলে বিদ্যুৎ কর্মকর্তারা জানিয়েছেন। এরপর রাত ৮টা ২০ থেকে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। হাটহাজারী ফায়ার স্টেশন কর্মকর্তা ফিরোজ খান জানান, বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি সেখানে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়