Monday, May 11

পহেলা জুন বাজেট অধিবেশন শুরু


কানাইঘাট নিউজ ডেস্ক: আগামী পহেলা জুন (সোমবার) বাজেট অধিবেশন শুরু হবে। বর্তমান সরকারের দ্বিতীয় এ বাজেট অধিবেশন এদিন বিকেল সাড়ে ৫ টায় শুরু হবে। সোমবার (১১ মে’২০১৫) বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দশম জাতীয় সংসদের ৬ষ্ঠ এবং দ্বিতীয় এ বাজেট অধিবেশন আহ্বান করেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহবান জানান। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী ৪ জুন নতুন অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়