Sunday, May 24

খালেদা-তারেকের পদত্যাগের আহ্বান হানিফের


ফরিদপুর: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, দেশে গণতন্ত্র ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য প্রয়োজন শক্তিশালী বিরোধীদল। বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান বিএনপিকে কুক্ষিগত করে রেখেছে। সুস্থ্য ধারার বিরোধীদল প্রতিষ্ঠার জন্য এই মুহূর্তে খালেদা জিয়া ও তারেকের পদত্যাগ করে বিএনপিকে তার নিজ গতিতে চলার সুযোগ করে দেওয়ার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। শনিবার সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হানিফ বলেন, বিএনপির সৃষ্টি ক্যান্টনমেন্ট থেকে। অতীত সময়ে তারা অপরের দল ভেঙে নিজের দলে লোক ভেড়ানোর অপচেষ্টা করেছেন। কিন্তু আওয়ামী লীগ হলো গণতান্ত্রিক শক্তি। আমরা অন্যের দল ভাঙ্গা-গড়ায় বিশ্বাস করিনা। আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, চার দল ক্ষমতায় থাকাকালে বিএনপি জঙ্গিবাদ ও দুর্নীতি ছাড়া দেশকে আর কিছুই দিতে পারেনি। চলতি বছরের শুরুতে তথাকথিত অবরোধের নামে জাতিকে পেট্রল বোমা, সন্ত্রাস ও আগুনে মানুষ পুড়িয়ে মারা ছাড়া তারা জাতিকে আর কিছুই উপহার দিতে পারেনি। তাই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। দলটির তৃণমূল নেতাকর্মীরা খালেদা ও তারেকের বিকল্প নেতৃত্বের প্রত্যাশা করছে বলেও মন্তব্য করেন তিনি। স্থানীয় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আওয়ামী লীগ নেতা রতন বিশ্বাসের সভাপতিত্বে কাউন্সিল পূর্ব সম্মেলন পর্বের উদ্বোধন করেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। প্রধান বক্তা ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুর রহমান। সম্মেলনে মধুখালী উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুর রহমান মোল্যাসহ বেশকিছু নেতাকর্মী সংসদ সদস্যর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মো. হাবিবুর রহমান মিয়া, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা মনিরুজ্জামান বাচ্চু, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন ও বিশিষ্ট শিল্পপতি সাদাফ জাফর অনিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়