কানাইঘাট নিউজ ডেস্ক:
ছাত্র ইউনিয়নের ডাকা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটে সমর্থন দিয়েছে ছাত্রদল।
সোমবার রাতে সংগঠনের প্যাডে সহসভাপতি নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার ছাত্র ইউনিয়নের ডিএমপি কমিশনারের কাযার্লয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে মঙ্গলবার সংগঠনটির ডাকা ছাত্র ধর্মঘটে ছাত্রদল পূর্ণ সমর্থন জানাচ্ছে।
ছাত্রদল সূত্রে জানা গেছে, ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর যে তাণ্ডব ও নির্বিচারে লাঠিচার্জ হয়েছে তা ছাত্র সমাজকে বিস্মৃত করেছে। পুলিশের এহেন ঘৃণ্য আচরণের প্রতিবাদে মঙ্গলবার ছাত্র ইউনিয়নের যৌক্তিক কর্মসূচির প্রতি আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি।
উল্লেখ্য, পয়লা বৈশাখে নারীর শ্লীলতাহানির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে রোববার ছাত্র ইউনিয়নের ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে লাঠিপেটা ও জলকামান ছুঁড়ে পুলিশ।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়