Saturday, May 9

বিরল! দুই পিতার ঔরসে যমজ বোন


আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের পাসাইক কাউন্টির এক যমজ বোনজুটির জন্ম হয়েছে ভিন্ন ভিন্ন বাবার ঔরসে! এমনটাই প্রমাণিত হল তাদের ডিএনএ টেস্টে। যমজ মেয়ে দুটির মা তাদের পিতৃত্বের জন্য আদালতে একটি মামলা দায়ের করলে আদালত তাদের পিতৃপরিচয় নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশে দেন। আর ডিএনএ পরীক্ষা করতে গিয়েই এই চাঞ্চল্যকর সত্য বেরিয়ে আসে। এ ধরনের ঘটনা খুবই বিরল। পাসাইক কাউন্টির সুপিরিয়র কোর্টের বিচারক সোহাইল মোহাম্মদ রায়ে তার মন্তব্যে লিখেছেন, জাতীয় পর্যায়ে এরকম আরো দু’টি ঘটনার কথা তার জানা আছে। এ ধরনের ঘটনা ঘটা সম্ভব কেবলমাত্র তখনই যখন কোনো নারী একই ঋতুচক্রে দুজন পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হন। এতে দু’জন পুরুষের শুক্রাণুতে একই ঋতুচক্রে তার দুটি ডিম্বাণু নিষিক্ত হয়ে জোড়া লেগে গিয়ে জমজ সন্তানের জন্ম হয়। ২০১৩ সালে জন্ম নেওয়া ওই যমজ বোনজুটির লালন-পালনের খরচ আদায়ের জন্য তাদের মা তার এক পুরুষ সঙ্গীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। ওই পুরুষকেই তিনি তার মেয়ে দু’টির সম্ভাব্য বাবা মনে করেছিলেন। আদালতের শুনানিতে ওই মা জানান, তিনি সেসময় এক সপ্তাহের ব্যবধানে তার দুই পুরুষ বন্ধুর সঙ্গে যৌন মিলনে লিপ্ত হয়েছিলন। অবশেষে ওই বাবাকে শুধু একটি মেয়ের লালন-পালনের খরচ বাবদ সপ্তাহে ২৮ ডলার দেওয়ার আদেশ দিয়ে রায় দেন আদালত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়