Tuesday, May 26

রাশিয়া, ন্যাটোর পাল্টাপাল্টি সামরিক মহড়া


কানাইঘাট নিউজ ডেস্ক: রাশিয়া এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটো একই দিনে পাল্টাপাল্টি সামরিক মহড়া শুরু করেছে। রুশ মহড়ায় অংশ নিচ্ছে ২৫০টি যুদ্ধবিমান এবং ১২ হাজার সৈন্য। অন্যদিকে, আর্কটিক অঞ্চলে অর্থাৎ নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ডে ন্যাটো সামরিক মহড়ায় অংশ নিচ্ছে জোটের নয়টি দেশ। পাল্টাপাল্টি এই মহড়া এমন সময় হচ্ছে যখন ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চারদিনের এই মহড়ায় বিভিন্ন পাল্লার যুদ্ধবিমান, ক্ষেপণান্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা হবে। এছাড়া, দূরপাল্লার বোমারু বিমান থেকে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার মহড়া চালানো হবে। মস্কো থেকে বিবিসির ক্যারোলাইন ওয়াট জানাচ্ছেন, কয়েক মাস পর রাশিয়া সেন্টার-২০১৫ নামে ব্যাপক একটি সামরিক মহড়ার পরিকল্পনা করেছে। চারদিনের এই মহড়া তারই প্রস্তুতি বলে মনে করা হচ্ছে। একই দিনে শুরু হওয়া ন্যাটো জোটের একটি সামরিক মহড়ায় অংশ নিচ্ছে জোটের নয়টি দেশ। নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ডের সীমানায় দু’সপ্তাহের এই সামরিক মহড়ায় থাকবে ১১৫টি যুদ্ধবিমান এবং নটি দেশের ৩৬০০ সৈন্য। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার যুদ্ধবিমানগুলো দফায় দফায় নরডিক এলাকার দেশগুলোর আকাশসীমা লঙ্ঘন করেছে। তারই প্রেক্ষাপটে রাশিয়ার নিকটবর্তী ঐ অঞ্চলে ন্যাটোর এই সামরিক মহড়া। গত মাসে নরডিক এলাকার দেশগুলো অর্থাৎ নরওয়ে, সুইডেন, ডেনমার্ক এবং আইসল্যান্ড এক যৌথ ঘোষণায় রাশিয়ার বর্তমান আগ্রাসী তৎপরতা ইউরোপের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছে। সূত্র: বিবিসি বাংলা

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়