Sunday, May 24

ঢাকায় জনসম্মুখে বক্তব্য দেবেন মোদি


ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরকালে জনসম্মুখে বক্তব্য দেবেন। এর আগে চীনসহ যেসব দেশ সফর করেছেন সবখানেই জনসম্মুখে বক্তব্য দিয়েছেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান হতে পারে। পররাষ্ট্র সচিব শহীদুল হক রবিবার সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নরেন্দ্র মোদি হিন্দি ভাষাতেই বক্তব্য দিতে পারেন। এতে বাংলাদেশ-ভারতের মধ্যে যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা আরও দৃঢ় করতে তার পরিকল্পনা ও ভাবনা তুলে ধরতে পারেন তিনি। শহীদুল হক জানান, এখন পর্যন্ত আগামী ৬ ও ৭ জুন ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের কথা রয়েছে। মোদির সফরে বাংলাদেশের প্রত্যাশা কী- জানতে চাওয়া হলে শহীদুল হক বলেন, ভারতীয় পার্লামেন্টে সীমান্ত বিল পাস করা বাংলাদেশের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। ভারতের প্রধানমন্ত্রী সেই প্রত্যাশা পূরণ করেই ঢাকা আসছেন। কেবল প্রধানমন্ত্রী হিসেবেই নয়, ব্যক্তি মোদির প্রথম বাংলাদেশ সফর এটি। তাই তিনি অনেক কিছু জানতে চাইবে, বুঝতে চাইবেন- এটাই স্বাভাবিক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়