Tuesday, May 12

কানাইঘাট দারুল উলূম মাদ্রাসায় খতমে বোখারী ও দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.) এর পূণ্যস্মৃতি বিজড়িত জামেয়া ইসলামিয়া দারুল উলূম দারুল হাদীস কানাইঘাট মাদ্রাসার খতমে বোখারী উপলক্ষ্যে জামেয়া মিলনায়তনে মঙ্গলবার বিকেল ২টায় এক বিশাল দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার মুহতামীম শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ ক্বারী হারুনুর রশীদ চতুলীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন, জামেয়ার নায়েবে মুহতমিম আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী, আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী, মাওঃ হাফিজ হারুনুর রশিদ, মাওঃ মুবশ্বির আলী, মাওঃ শফিকুর রহমান, মাওঃ খালিদ সাইফুল্লাহ, মাওঃ শিহাব উদ্দিন, মাওঃ বিলাল আহমদ, মাওঃ আব্দুল হক, মাওঃ আব্দুল লতিফ, মাওঃ ফজলুল করিম, মাওঃ আনিসুল হক, মাওঃ এনামুল হাসান, মাওঃ তৈয়িব আহমদ, মাওঃ নজরুল ইসলাম, মাওঃ নুরুল ইসলাম, মাওঃ আব্দুল্লাহ, মাওঃ আব্দুল হামিদ মাখসুস, মাওঃ হা. সিদ্দিকুর রহমান, মাওঃ হাফিজ জাকারিয়া, মাওঃ আব্দুশ শাকুর, মাওঃ লুৎফুর রহমান, মাওঃ হা. নোমান আহমদ, মাওঃ হা. নজির আহমদ, মাওঃ ইলিয়াস আহমদ, মাওঃ হা. জফর আহমদ, মাষ্টার আফতাব উদ্দিন, মাষ্টার নুরুল আমীন প্রমুখ। বোখারী উপলক্ষ্যে বক্তব্যে মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রীস লক্ষীপুরী বলেন, দারুল উলূম কানাইঘাট মাদ্রাসা আজ থেকে ৬৩ বছর পূর্ব থেকে আমাদের আসলাফ আকাবিরের অতীত ঐতিহ্যকে লালন করে আসছে। তিনি আরো বলেন, খালিছ ভাবে যুগ যুগ ধরে হাদীসের খেদমত করে আসছি, আর ইনশাহআল্লাহ আমরণ হাদীসের খেদমত করে করে আমাদের জীবন পরিচালনা করতে চাই। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিকাল ৩টায় আখেরী মুনাজাত পরিচালনা করেন আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়