Tuesday, May 12

দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে


ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার দেশটিকে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। প্রতিটি জায়গায় দুর্নীতি হচ্ছে। জমি দখল, বাড়ি দখল হচ্ছে। সরকারি দলের লোকেরা সবখানে লুটেপুটে খাচ্ছে। মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে খালেদা জিয়া এসব কথা বলেন। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার রাত ৯টায় এ মতবিনিময় শুরু হয়। ‘বর্তমান রাজনৈতিক ক্রান্তিকালে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। খালেদা বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি, অশান্তিতে নয়। মুক্তিযোদ্ধারাও দেশে অশান্তি দেখতে চায় না। তারা দেশে শান্তি চায়। তিনি বলেন, র‌্যাব আমাদের তৈরি। কিন্তু আমরা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করিনি। আর এই সরকার র‌্যাবকে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। তিনি আরও বলেন, বর্ষবরণ উৎসবে টিএসসিতে যা ঘটেছে তা বাংলাদেশের সব মানুষের জন্যেই লজ্জাকর। শুধু লজ্জা নেই সরকারের। কারণ, এটি তাদের নিজেদের লোকেরাই করেছে। বেগম জিয়া বলেন, সেদিন ছাত্ররা প্রতিবাদ করতে গিয়েছিল। আপনারা দেখেছেন পুলিশ কী করেছে। তারা মাথাকে টার্গেট করে। পায়ে গুলি করে। মাথা মানুষের শরীরের গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আঘাত পেলে মানুষের জীবন বাদ হয়ে যেতে পারে। মতবিনিময়ে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাজাহান ওমর, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজীজ উলফাৎ, সাধারণ সম্পাদক এ কে এম শফিউজ্জামান খোকন, সিনিয়র সহ-সভাপতি সাদেক খান, মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন বেঙ্গল, মুহিউদ্দিন শাহজাহান, এম আফজাল হোসেন, মাহবুব হোসেনসহ প্রায় ৭০ জন মুক্তিযোদ্ধা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়