বিনোদন ডেস্ক:
বেশ কিছু দিন ধরেই বড় পর্দায় অনুপস্থিত অভিনেত্রী বিদ্যা বালান। আর যাও উপস্থিতি ঘটেছিল ঘনচক্কর, শাদি কা সাইড ইফেক্টস কিংবা ববি জাসুসে। প্রতিটি ধাপেই ব্যর্থতার প্রমাণ মিলেছে। কিন্তু প্রায় এক যুগব্যাপী বিদ্যার পুরো ক্যারিয়ার তো শেষের কয়েকটি ফ্লপ দিয়ে বিচার করা চলে না। তাই মহারাষ্ট্র সরকার ঠিকই সম্মানিত করল বিদ্যাকে। ৩০ এপ্রিল পুনেতে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে বিদ্যার সিনেমা সংস্কৃতিতে অসাধারণ প্রতিভা ও অবদানের জন্য তাকে রাজ কাপুর স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। সম্মাননা স্মারক গ্রহণ করে বিদ্যা এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, 'রাজ কাপুর হিন্দি সিনেমার ইতিহাসে এককথায়- প্রবাদ পুরুষ। আর তার নামখচিত এ পুরস্কার রাজ্য সরকারের তরফ থেকে আমার ওপর বর্তাল। এ সম্মাননা আমার সিনেমা ক্যারিয়ারকে আরও বেশি দায়বদ্ধ করে তুলেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়