ঢাকা:
বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম রুপকার ও বাংলাদেশের ভাস্কর্যশিল্পের অগ্রদূত ভাস্কর নভেরা আহমেদ গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
আজ এক শোকবাণীতে বিএনপি চেয়ারপার্সন বলেন, “একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম রূপকার নভেরা আহমেদ এর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। নভেরা আহমেদ এর হাত ধরেই মূলত: বাংলাদেশের ভাস্কর্য আধুনিক ভাষা পেয়েছিল। তিনি নিজস্ব সংস্কৃতি, পরিবেশ ও উপাদান নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দবোধ করতেন। তাঁর মৃত্যুতে ভাস্কর্য শিল্পে দেশের অপূরণীয় ক্ষতি হলো। তাঁর কর্মই তাঁকে চির ভাস্কর করে রাখবে এবং আমাদের স্মৃতিতে থাকবেন অম্লান।”
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নভেরা আহমেদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়