বরিশাল ব্যুরো: শিল্প মন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকার শিল্প উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন। দক্ষিণাঞ্চলের জোন হবে শিল্প বান্ধব।
শুক্রবার বেলা ১২টায় বরিশাল সার্কিট হাউজে জাতীয় শিল্প নীতি ২০১৫ এর খসড়া চুড়ান্তকরণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার জোন বান্ধব সরকার। প্রধান মন্ত্রীর নির্দেশে দক্ষিণাঞ্চলকে শিল্প বান্ধব হিসেবে গড়ে তোলা হবে। ইতোমধ্যে পায়রা বন্দর, বরিশাল বিভাগকে শিল্প বান্ধব করার লক্ষ্যে কাজ করছে সরকার। বরিশালে বেশ কিছু শিল্প কারখানা নির্মাণ করা হবে। এজন্য বরিশালের ব্যাবসায়ীদের এগিয়ে আসার আহবান জানান মন্ত্রী।
বরিশাল চেম্বার অব কমার্সের উদ্যোগে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বিভাগীয় কমিশনার মো. গাউস। এ ছাড়া বিভাগীয় পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়