ঢাকা: মুশফিকের রেকর্ড ভেঙে তামিম বলছেন, তার রেকর্ড আবার ভেঙে দিবেন মুশফিক।
শনিবার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনে ম্যাচ বাঁচানো ২০৬ রানের ইনিংস খেলে আউট হন তামিম।
এই ইনিংস খেলার পথে মুশফিকুরকে ছাড়িয়ে যান তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৩ সালে গল টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক করেছিলেন মুশফিক। তার ঠিক ২০০ রানের ইনিংসটি এতদিন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংস হয়ে ছিল।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে রেকর্ডটি নিয়ে কথা বলতে যেয়ে তামিম বলেন, ‘আমি বিশ্বাস নিয়ে বলছি, আমার কাছে মনে হয় না, এক বছরের মধ্যে রেকর্ডটা আবার ভেঙে যাবে।’
‘মুশফিকেরই এটা ভাঙার সম্ভাবনা বেশি। সে অবিশ্বাস্য ব্যাট করছে।’ যোগ করেন তামিম।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়