Saturday, May 2

ম্যালেরিয়া ঠেকাতে টিকা


কানাইঘাট নিউজ ডেস্ক: আগামী অক্টোবর থেকেই সম্ভবত জীবনঘাতী ম্যালেরিয়া থেকে স্থায়ী ভাবে মুক্তি পাবে বিশ্ববাসী। দীর্ঘ গবেষণার পর অবশেষে আবিষ্কৃত হল ম্যালেরিয়ার টিকা। চূড়ান্ত পরীক্ষায় পাওয়া গিয়েছে দুর্দান্ত সাফল্য। অপেক্ষা আর মাত্র ৪ মাস। মশাবাহিত এ রোগে আফ্রিকাসহ তৃতীয় বিশ্বের দেশগুলোতে প্রতি বছরই কয়েক হাজার শিশুর মৃত্যু হয়। এই রোগকে একেবারে নির্মূল করতে দীর্ঘ কয়েক শতক ধরেই টিকা তৈরির চেষ্টা করছেন বিশ্বের তাবড় বিজ্ঞানীরা। ব্রিটিশ পত্রিকা ল্যানসেট জার্নালে প্রকাশিত খবর অনুযায়ী, গত ৪ বছর ধরে আফ্রিকায় ৩টি পর্যায়ে পরীক্ষামূলক ভাবে ম্যালেরিয়ার টিকা প্রয়োগ করার পর দেখা গিয়েছে, একটা বড় অংশের শিশুর ম্যালেরিয়া-মুক্তি ঘটেছে। দীর্ঘ পরীক্ষায় এহেন সাফল্যের পরই চিকিত্‍সকরা সিদ্ধান্ত নিয়েছেন, আগামী অক্টোবর থেকেই সারা বিশ্বে চালু করা যাবে ম্যালেরিয়ার টিকা। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক ব্রায়ান গ্রিনউড জানিয়েছেন, টিকা প্রয়োগ করে গত ৪ বছরে গড়ে ১ হাজার ৪০০টি কেসে ম্যালেরিয়া রোধ করা গিয়েছে। এই বিপুল সাফল্য থেকেই প্রমাণিত, ম্যালেরিয়া রোধে দারুণ কাজ করছে নতুন টিকা আরটিএস,এস/এএসও১আই তৃতীয় পর্যায়ের ফল বলছে, ১৮ মাসের ব্যবধানে ২০১৪ সালে প্রায় ৪৬ শতাংশ শিশু ও ২৭ শতাংশ কিশোর টিকার প্রয়োগে ম্যালেরিয়া থেকে মুক্তি পেয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়