ব্রাহ্মণবাড়িয়া: স্থানীয় নির্বাচন নিয়ে জাতিসংঘসহ কয়েকটি দেশের যে মাতামাতি তা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর-রাধিকা সড়ক পরিদর্শন শেষে উপজেলা সদরের ডাকবাংলোতে সাংবাদিকদের এসব কথা বলেন।
মাঝপথে বিএনপির রহস্যজনক বর্জনেই সিটি নির্বাচনে তাদের অংশগ্রহণকে প্রশ্নবিদ্ধ করেছে মন্তব্য করে মন্ত্রী বলেন, সিটি নির্বাচন সুষ্ঠু না হলে বর্জনের পরেও বিএনপি কীভাবে সবকটি এলাকায় এত ভোট পেল তা প্রশ্ন থেকে যায়।
এ সময় তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাংসদ ক্যাপ্টেন এ বি এম তাজুল ইসলাম, নবীনগরের সাংসদ ফয়েজুর রহমান বাদল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। পরে মন্ত্রী নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ ফয়েজুর রহমান বাদল সভাপতিত্ব করেন।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়