Monday, May 11

‘হয় পুরস্কার নয় তিরস্কার’


ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “কোন কর্মকর্তা ভালো কাজ করে দক্ষতার পরিচয় দেখালে পুরস্কৃত হবেন আর খারাপ কাজ করলে পাবেন তিরষ্কার।” সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাথে অধীনস্ত অধিদফতর ও সংস্থাগুলোর প্রধানদের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির পর তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, “মন্ত্রণালয় নির্দিষ্ট কাজের বিপরীতে অর্থ দিবে। আর মাঠ পর্যায়ে সে কাজ বাস্তবায়ন করবে সংশ্লিষ্ট দপ্তরগুলো। কাজটি সঠিক মান বজায় রেখে শেষ হলো কিনা, সেবা-গ্রহীতাগণ উপকার পেলো কিনা তা বিভিন্ন পরিমাপকের মধ্যদিয়ে যাচাই করা হবে। এতে অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে, অপচয় বন্ধ হবে।” তিনি বলেন, “কোন কর্মকর্তা ভালো কাজ করলে বা দক্ষতা দেখালে তিনি পুরস্কৃত হবেন আর খারাপ কাজের জন্য রয়েছে তিরষ্কার। তাই আমাদের শ্লোগান- ভালো কাজের জন্য পুরস্কার/খারাপ কাজের জন্য তিরস্কার।” তিনি আরো বলেন, “চুক্তির মাধ্যমে কাজের গুণগত মানও বিবেচনায় আনা হবে। কেননা প্রায়ই কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠে। ঈদকে সামনে রেখে সড়ক সংস্কার ও মেরামতের কাজ এগিয়ে চলছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই আসন্ন ঈদে সড়ক-মহাসড়কগুলো ভোগান্তির কারণ হবে না।”

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়