Monday, May 18

সিলেটে স্ত্রীর হাতেই খুন ইব্রাহীম খলিল !


কানাইঘাট নিউজ ডেস্ক: প্রথম স্ত্রীর হাতেই খুন হয়েছেন নগরীর সওদাগরটুলা এলাকার তাবলীগ জামায়াতের আমীর ইব্রাহীম খলিল (৫৫)। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) রহমত উল্যাহ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন নিহতের প্রথম স্ত্রী বিবি ফাতেহা (৪৫)। থানায় স্বীকারোক্তি দেয়ার পর সোমবার বিকালেই তাকে ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। সম্পত্তি সংক্রান্ত বিরোধই এ হত্যার মূল কারণ বলে ধারণা রহমত উল্যার। কোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের রিপোর্টার জানান, জবানবন্দি রেকর্ডের জন্য সন্ধ্যা ৬টার দিকে বিবি ফাতেহাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ সাহেদুল করিমের আদালতে আনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার স্বীকারোক্তি রেকর্ড শুরু হয়নি বলে জানা গেছে। পারিবারিক সূত্র জানায়, তাবলীগ জামায়াতের কাজ শেষে গত রোববারই দেশে ফেরেন ইব্রাহীম খলিল। সওদাগরটুলায় তার রয়েছে বিশাল ভূসম্পত্তি। তার বাসার সামনে রয়েছে একটি মার্কেট। এই মার্কেটের আয় দিয়ে সংসার এবং তাবলীগে যাবার ব্যয় নির্বাহ করেন। তিনি যে রুমে ঘুমাতেন ওই রুমের দরজা সব সময় খোলা থাকত। রোববার রাতেও এর ব্যত্যয় হয়নি। রাতে খাবার দাবার শেষে তিনি তার রুমে, স্ত্রী এক রুমে এবং ছোট ছেলে এসএসসি পরীক্ষার্থী সাজিদ আলাদা আরেকটি রুমে ঘুমাতে যায়। এছাড়া, তার বড় দুই ছেলে মাওলানা হুজায়ফা ও সানজিদ বর্তমানে তাবলীগের কাজে সিলেটের বাইরে রয়েছে। সূত্র জানায়, ইব্রাহীম খলিল ধোপাদিঘীরপার মসজিদে ফজরের নামাজ আদায় করতেন। তবে, সোমবার ফজরের নামাজে তিনি হাজির হননি। সোমবার সকাল ১০টার দিকে বাবার রুমে গিয়ে পিতার রক্তাক্ত দেহ দেখে চিৎকার দেয়। এরপর ছুটে আসেন প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়