Saturday, May 9

জমিয়তে তালাবার কানাইঘাট সদর ইউপির কাউন্সিল সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক: জমিয়তে উলামা বাংলাদেশের সহযোগী সংগঠন জমিয়তে তালাবার কানাইঘাট সদর ইউপির কাউন্সিল শনিবার বিকেল ৩টায় ছোটদেশ দারুস সুন্নাহ চটিগ্রাম মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সদর ইউপির আহ্বায়ক মাও.বিলাল আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব হা.কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওঃ ক্বারী হারুনুর রশীদ চতুলী। বক্তব্য রাখেন জমিয়তে উলামার কেন্দ্রীয় নেতা মাও.এনামুল হাসান, মাও.আব্দুল্লাহ, মাও.হেলাল আহমদ, মাও.আবুল হাসান, মাও.শরীফ আহমদ, মাও.রফিক আহমদ, মাও.হা.দেলওয়ার হুসাইন, মাও.আজমল হুসাইন, হা.আব্দুল মতিন, মাও.ইয়াহইয়া, মাও.মাশুক আহমদ, জমিয়তে তালাবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারিছ উদ্দিন, সাংগঠণিক সম্পাদক ইয়াহইয়া শহীদ, জমিয়তে তালাবার কেন্দ্রীয় সহ পাঠাগার সম্পাদক হা.তারিকুর রহমান, উপজেলা জমিয়তে তালাবার সাধারণ সম্পাদক হা. ইমদাদ উল্লাহ মারযান, সাংগঠনিক সম্পাদক হা.সিদ্দিক বিন মুহাম্মদ, মারুফ আল জাকির প্রমুখ। কাউন্সিলে সকলের মতামতের ভিত্তিতে মাও.বিলাল আহমদকে সভাপতি, হা.ফযলে এলাহীকে সহ সভাপতি, হা.কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক, হা.জুনেদ আহমদকে যুগ্ম সম্পাদক, হা.শুয়াইবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে কানাইঘাট সদর ইউপি জমিয়তে তালাবার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়