কানাইঘাট নিউজ ডেস্ক:
স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে আর কোনো গণভোট অনুষ্ঠিত হবে না বলে ঘোষণা দিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
সম্প্রতি যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দেশটির বড় বড় দলগুলোও পাত্তা পায়নি স্কটল্যান্ডে। বরং সেখানকার স্বাধীনতাকামী রাজনৈতিক দল স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করেছে।
রক্ষণশীল, লেবার পার্টি, ডেমোক্র্যাট, লিবারেল ডেমোক্র্যাটের মতো দলের শীর্ষ নেতাদের প্রত্যাখ্যান করে স্কটল্যান্ডের ৫৯টি আসনের মধ্যে ৫৬টিতেই এসএনপি-কে বেছে নিয়েছে অধিকাংশ স্কটিশ।
তাও গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত গণভোটে যুক্তরাজ্যের ভাঙনকে ‘জোরালো কণ্ঠে’ প্রত্যাখ্যান করেছে স্কটিশরা- এমন দাবিতেই আবারো নতুন করে স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে গণভোটের প্রয়োজন নেই বলে ঘোষণা করলেন ক্যামেরন।
যুক্তরাজ্যের ৫৫তম নির্বাচনে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদে গত শুক্রবার বসলেন ডেভিড ক্যামেরন। আর তিন দিনের মাথাতেই গতকাল রোববার এ ঘোষণা দেন।
দেশজুড়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্যামেরনের দল রক্ষণশীল জয়লাভ করে। আর স্কটল্যান্ডে এসএনপি জয়লাভের পর আরো ক্ষমতাশালী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে।
ক্যামেরন জানান, যুক্তরাজ্যের সামগ্রিক পরিকল্পনার ওপরই নির্ভর করে স্কটল্যান্ডের আরো ক্ষমতাশালী হওয়ার বিষয়টি। একইসাথে, খুব শিগগিরই স্কটিশদের এ ধরনের আর কোনো গণভোটে অংশ নেয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।
চ্যানেল ফোর নিউজকে এসব কথা বলেন তিনি।
স্কটল্যান্ডে স্বাধীনতাকামী দলের সংখ্যাগরিষ্ঠতা যুক্তরাজ্যের ভাঙনের লক্ষণ কিনা- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কিছুদিন আগেই একবার এ বিষয়ে গণভোট হয়েছে। তখন এককথায় স্বাধিনটা প্রত্যাখ্যান করেছে স্কটিশরা। তাই আর কোনো গণভোট এ বিষয়ে অনুষ্ঠিত হবে না’।
ওই গণভোটে ৫৫ শতাংশ স্কটিশ স্বাধীনতা প্রত্যাখ্যান করে এবং ৪৫ শতাংশ স্কটিশ স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছিলেন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়