Tuesday, May 26

মোদি সরকারের ১ বছর


কানাইঘাট নিউজ ডেস্ক: আজ ২৬ মে ভারতে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি, তথা এনডিএ জোট সরকারের এক বছর পূর্ণ হয়েছে। গত বছর এই দিনে অর্থাৎ ২০১৪ সালের ২৬ মে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন নরেন্দ্র মোদি এবং এর মাধ্যমে সরকার গঠন করেছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোট। গত এক বছরে বিজেপি সরকার নিজস্ব বৈশিষ্ট্য ও স্বাতন্ত্রের ছাপ রেখে বিশ্ব দরবারে ভারত ও ক্ষমতাসীন দল ভাবমূর্তি উজ্জ্বল করলেও বৈপরীত্যও কিছু কম নেই বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম। কোনো কোনো সময় ধরা পড়েছে বিজেপি'র প্ব্রচলিত ধারণা বাইরে গিয়ে চিন্তাভাবনা ও পরীক্ষা-নিরীক্ষার সাহস এবং ভবিষ্যতের জন্য দূরদর্শী পরিকল্পনা। আবার বিভিন্ন সময় মোদি সরকারের বিভিন্ন কার্যকলাপে বিতর্কও কম হয়নি। বিজেপি সরকারের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে গোটা বছরজুড়ে দেশটি জুড়ে অন্তত ২০টি সভা করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। প্রত্যেক সভাতেই কেন্দ্রীয় মন্ত্রীদের থাকার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার মথুরার সভা দিয়ে এ সিদ্ধান্ত বাস্তবায়নের ধারাবহিকতা শুরু হয়েছে। এনডিএ জোট সরকারের বর্ষপূর্তি উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠিও লিখেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠিতে তিনি বলেন, 'এনডিএ সরকার অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে প্রশাসনকে দুর্নীতিমুক্ত করেছে। ক্ষমতায় আসার পরই দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাগাম টেনেছে এ সরকার। কালো টাকার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে, গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। পাশাপাশি কালো টাকার বিরুদ্ধে কঠোর আইনও প্রণয়ণ করা হয়েছে।' তিনি আরো বলেন, 'কংগ্রেস শাসনামলের মতো নীতিপঙ্গুত্বের শিকার নয় এনডিএ সরকার। দুর্নীতির অবসান ঘটিয়ে দেশের সম্পদের স্বচ্ছতার সাথে নিলামের বন্দোবস্ত করা হয়েছে। দেশের দরিদ্র ও প্রান্তিক জনতার সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিদ্যালয়গুলোতে শৌচাগার গড়ে তোলা হচ্ছে। আইআইটি, আইআইএম এবং এইমসের মতো প্রতিষ্ঠান স্থাপনের পাশাপাশি শিশুদের স্বাস্থ্যের উন্নতির জন্যও ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশকে পরিষ্কার করতে শুরু হয়েছে স্বচ্ছ ভারত অভিযান।' এছাড়া শ্রমিকদের জন্য ন্যূনতম পেনশনের বন্দোবস্ত করা হয়েছে এবং সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর কথাও মোদি তার চিঠিতে উল্লেখ করেন। তিনি বলেন, 'জনসেবাই এ সরকারের একমাত্র লক্ষ্য। তাই প্রধানমন্ত্রী হিসেবে নয়, প্রধান সেবক হিসেবেই মানুষের জন্য কাজ করে যেতে চাই।' এদিকে, বিজেপি'র ক্ষমতাগ্রহণের এক বছর পূর্তির দিনে মোদি সরকারকে ভারতের সবচেয়ে অযোগ্য সরকার বলে অভিহিত করেছে কংগ্রেস। নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘এক ব্যক্তির সরকার’ চালানো ও প্রতিরক্ষা খাত ধ্বংসের অভিযোগ এনেছে দলটি। গত শনিবার এনডিএ সরকারের এক বছর পূর্তি উপলক্ষে একটি প্রতিবেদন পেশ করে কংগ্রেস। এতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে দেশের ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে হত্যা করার’ অভিযোগ আনে দলটি। প্রতিবেদন পেশ করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, 'মোদি শব্দের অর্থ ‘গণতান্ত্রিক ভারতের হত্যা (মার্ডার অব ডেমোক্রেটিক ইন্ডিয়া)’। জয়রাম বলেন, 'প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে মোদি সরকার। সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী দেশের কথা ভাবতেন। কিন্তু মোদি দেশের তুলনায় বিদেশের স্বার্থ নিয়েই বেশি ভাবছেন।' প্রসঙ্গত, ২০১৪ সালের ২৬ মে ভারতের রাজধানী নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সামনের প্রশস্ত চত্বরে চার হাজারেরও বেশি অতিথির উপস্থিতিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র দামোদরদাস মোদী। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তার সাথে তেইশজন মন্ত্রীও শপথ গ্রহণ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়