কানাইঘাট নিউজ ডেস্ক:
টানা তৃতীয়বারের মতো যুক্তরাজ্যের ক্ষমতায় বসলো দেশটির ক্ষমতাধর রক্ষণশীল দল এবং আবারো দেশটির প্রধানমন্ত্রী পদে বসতে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনই।
বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের দিকেই তাকিয়ে ছিল পুরো বিশ্ব। তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখে লেবার পার্টিকে পেছনে ফেলে আবারো রক্ষণশীলরা এগিয়ে যাবে, এমনটা সম্ভবত ভাবতে পারেননি খোদ ডেভিড ক্যামেরনও এবং তার দল তো বটেই।
এমনকি ভোটগণনার প্রথমার্ধেও রক্ষণশীলরা বেশ খানিকটা ব্যবধানে পিছিয়ে থাকলেও হঠাৎ করেই লেবার পার্টিকে পেছনে ফেলে এগিয়ে যায় রক্ষণশীল এবং বেলা বাড়ার সাথে সাথে বিপুল ব্যবধান গড়ে সামনে চলে যায় রক্ষণশীল দল।
বেসরকারি ফলাফল অনুযায়ী ডেভিড ক্যামেরনের দল জয়লাভ করে ফেললেও এখনো সরকারি ঘোষণা আসেনি। জানিয়েছে সিএনএন।
চূড়ান্ত ফলাফল অনুযায়ী- মোট সাড়ে ছয়শ’ আসনের মধ্যে রক্ষণশীলরা জয়লাভ করেছে ৩২৫টি আসনে। এরপরই ২৩০টি আসনে জয়লাভ করে দ্বিতীয় অবস্থানে রয়েছে লেবার পার্টি।
এরপর স্কটল্যান্ডের স্বাধীনতাকামী দল স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) তৃতীয় অবস্থানে রয়েছে ৫৬টি আসন নিয়ে, লিবারেল ডেমোক্র্যাটিক আটটি আসনে, ডিইউপি আটটি আসনে, এসএফ চারটি আসনে এবং ১১টি আসনে জয়ী হয়েছে অন্যান্য দল।
সরকারিভাবে আনুষ্ঠানিক ঘোষণা এলেই রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে প্রচলিত নিয়ম অনুসারে সরকার গঠনের নির্দেশ পেলেই তৃতীয় দফায় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বৃটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফের বসত গড়বেন ক্যামেরন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়