কানাইঘাট নিউজ ডেস্ক:
আপনি চাইলে ঘরে বসেই কেবল সাধারণ টিস্যু পেপার দিয়ে কোঁকড়া করে নিতে পারবেন আপনার সুন্দর চুলগুলো। কোন আয়রন বা দামী কোন স্টাইলার লাগবে না। যেতে হবে না পার্লারেও। কীভাবে? আছে খুব সহজ একটি উপায়।
উপকরণ
-টিস্যু পেপার (কিচেন ন্যাপকিন বা একটু ভারী টয়লেট টিস্যু হলে ভালো, আপনি চাইলে কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন)
-পানি
পদ্ধতি
-চুল ভালো করে আঁচড়ে নিন। তারপর চুলে ভালো মত পানি স্প্রে করে নিন। চুল কাকভেজা হবে না, কিন্তু ভেজা ভেজা হবে। পানি দিতে না চাইলে হেয়ার স্প্রেও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে অনেকটা স্প্রে ব্যবহার করতে হবে।
-টিস্যুকে লম্বা টুকরো করে নিন। এবার চুলের একদম নিচ থেকে শুরু করে চুল আস্তে আস্তে টিস্যুর সাথে পেঁচাতে থাকুন।
-পেঁচিয়ে একদম উপরের দিকে চলে এলে আস্তে করে টিস্যুতে গিঁট দিয়ে দিন।
-যত শক্ত করে চুল পেঁচাবেন ও গিঁট দেবেন, চুল ততই বেশী কোঁকড়া কোঁকড়া হবে।
-চুল শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যত বেশী সময় রাখবেন, কোঁকড়া ভাবটা তত সুন্দর আসবে। চাইলে রাতে করে ঘুমাতেও পারেন।
-তারপস আস্তে আস্তে টিস্যু পেপার গুলো খুলে নিন। বেশী সোজা চুল হলে খোলার পর হেয়ার স্প্রে ছিটিয়ে দিন, চুল অনেকটা সময় সেট থাকবে।
Thursday, May 28
এ সম্পর্কিত আরও খবর
রেসিপি:বোয়াল মাছের ঝাল বোয়াল মাছ তো অনেক রান্না করেছেন। তবে অতিথি আপ্যায়নে বা পরিবারের জন্য রান্না করতে পারেন বোয়
মোটরসাইকেল চালানোর দিন আজ দুই চাকার যান মোটরসাইকেল; এটি যেমন যানজটে বসে সময় নষ্ট করার হাত থেকে রক্ষা করেছে। তেমনি স্বস্
কানাইঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগীনিজস্ব প্রতিবেদক:‘দৃষ্টি সবার অধিকার’ এ স্লোগানকে সামনে রেখে কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের সা
প্রাকৃতিক শ্যাম্পু তৈরি করবেন যেভাবে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করে থাকি। অনেক সময় আশানুরূপ ফল পাই না। তাই ঝল
প্রাণঘাতী সব রোগের দাওয়াই রসুন! ক্ষতিও কিন্তু বিস্তর, যদি… প্রকৃতি আমাদের আশপাশেই একাধিক উপকারী উপাদান সাজিয়ে রেখেছে। এমনই এক অত্যন্ত উপকারী ভেষজ হলো রস
ওজন কমানোসহ গোপন দুর্বলতায় কালোজিরাই যথেষ্ট কালোজিরা শুধুই ছোট ছোট কালো দানা নয়, এটি বহন করে বিস্ময়কর ক্ষমতা। প্রাচীনকাল থেকেই এটি বিভিন্
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়