নিজস্ব প্রতিবেদক:
ভোক্তা সংরক্ষণ আইনে মোবাইল কোর্টের মাধ্যমে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে কানাইঘাট বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত বিভিন্ন ফার্মেসী, হোটেল ও স্টেশনারীর দোকান সহ মোট ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মামলা দায়েরের মাধ্যমে নগদ ২৫ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ কামাল উদ্দিনের নেতৃত্বে বেশ কয়েকটি ফার্মেসী, হোটেল, স্টেশনারী দোকানে অভিযান চালানো হয়। মেয়াদোত্তীর্ণ বিভিন্ন কোম্পানীর ঔষধ, বাসি খাবার ও পণ্যসামগ্রী রাখার অপরাধে ১৫টি মামলা দায়েরের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত জরিমানার টাকা আদায় করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ সহ কানাইঘাট থানা পুলিশ এবং উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়