কানাইঘাট নিউজ ডেস্ক:
মাত্র একদিনের জন্য পুলিশ কমিশনার। অবিশ্বাস্য হলেও সত্যি। ভারতের জয়পুরে একদিনের জন্য পুলিশ কমিশনার হলেন দশ বছর বয়েসি এক বালক। নাম গিরিশ শর্মা। হরিয়ানার শিরসা জেলার বাসিন্দা সে।
দুরারোগ্য রোগে আক্রান্ত গিরিশের ইচ্ছেপুরণ করতে এভাবেই তাকে একদিনের জন্য পুলিশ কমিশনার করতে এগিয়ে এল স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার একদিনের জন্য গিরিশ নতুন পুলিশ কমিশনার হিসেবে রাজস্থানের দায়িত্বভার গ্রহণ করেন। পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়েই বেশ কয়েকজন উচ্চস্থানীয় পুলিশ আধিকারীকদের সঙ্গে দেখা করেন গিরিশ। এমনকি পুলিশের গাড়ি চেপে বিভিন্ন থানা ঘুরেও দেখেন। গত তিনমাস ধরে এসএমএস হাসপাতালে চিকিৎসা চলছে গিরিশের।
গিরিশকে রীতিমতো গার্ড অফ অনার দিয়ে অভ্যর্থনা জানানো হয় কমিশনারের দফতরে। নতুন কমিশনার হিসেবে গিরিশের পাশের চেয়ারে বসে অবশ্য নতুন দায়িত্ব পালনে সাহায্য করেছেন জয়পুরের বর্তমান পুলিশ কমিশনার শ্রীনিবাস জঙ্গা রাও।
জানা গেছে, কিডনি এবং দুরারোগ্য জটিল রোগে আক্রান্ত গিরিশ। প্রাণসংশয়ের আশঙ্কা রয়েছে তার। ফলে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একদিনের জন্য গিরিশের ইচ্ছা পুরণের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
একদিনের জন্য জয়পুরের পুলিশ কমিশনারের পদে বসে খুশী গিরিশ জানায়, পুলিশ হয়ে সে দুষ্টু লোকদের ধরবে। তবে দায়িত্বভার নেওয়ার পর কাজের অবসরে রিল্যাক্স বলতে একটু আধটু গান শুনতে চায় সে। কারণ গিরিশের অত্যান্ত প্রিয় নেশা গান শোনা আর সুযোগ পেলে মাঝে মধ্যে একটু গুনগুন করা।
--------আলোকিত বাংলাদেশ।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়