Friday, May 8

‘কওমি মাদরাসায় কোনো জঙ্গি নেই’


ঢাকা: খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, কওমি মাদরাসার বিরুদ্ধে অভিযোগ করে বলা হয় তারা জঙ্গি। তবে আমি মনে করি বাংলাদেশর কওমি মাদরাসায় কোনো জঙ্গি নেই। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ‘বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতা রক্ষার্থে আলেম ওলামাদের ভূমিকা শীর্ষক’ এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কওমি মাদরাসায় কোনো জঙ্গি নেই মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, আমি মনে করি বাংলাদেশর কওমি মাদরাসায় কোনো জঙ্গি নেই। যেসব জঙ্গি আটক হয়েছে তারা সবাই অতীতে শিবির বা জামায়াত করেছে। এরা জামায়াতের মজলিশে সূরার সদস্য। এরা সহ বাংলাদেশে যতোগুলো জঙ্গি সংগঠন আছে এদের পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। তারা গণতন্ত্রের আলখেল্লা পরে দেশে জঙ্গিরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তাদের এই আলখেল্লা ছুঁড়ে ফেলতে হবে। সাবেক এই আইন প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা ধর্ম ভীরু কিন্তু ধর্মান্ধ নই। আমরা ঘৃণা করি মানুষ পোড়ানোকে, গণতন্ত্রে এই ধরনের বিভৎসতা, নৃশংসতার কোনো স্থান নেই। হরতাল-অবরোধে নাশকতাকারীদের বিরুদ্ধে প্রত্যেক বিভাগে ট্রাইব্যুনাল হচ্ছে জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আন্দোলনে রাজপথে বিএনপির কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। বরং চোরাগুপ্তা হামলা চালিয়ে তারা শুধু মানুষ পুড়িয়ে মেরেছে, হরতাল-অবরোধের নামে যারা মানুষ পুড়িয়ে বার্ন ইউনিটে পা রাখার জায়গা রাখেনি আজেকে সময় এসেছে তাদের বিচার করার। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ইসলাম শান্তির ধর্ম, এখানে জঙ্গিবাদ বা মানুষ পোড়ানোর কোনো স্থান নেই। যারা এগুলো করেছে সময় এসেছে এদের বিচার করার। আয়োজক সংগঠনের চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, উপ-কমিটির সহ-সম্পাদক এম করিম, ইউনাইডেট ইসলামী পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়