Sunday, May 3

বুকের দুধের আইসক্রিম, সমালোচনার ঝড়


কানাইঘাট নিউজ ডেস্ক: শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে মানুষের বুকের দুধ দিয়ে আইসক্রিম তৈরি করছে লন্ডনের এক আইসক্রিম কোম্পানি 'দ্য লিকটেটরস'। আর এতে সমর্থন ও পরামর্শ জুগিয়েছে স্তন্যপান বিষয়ে আন্দোলনকারী ভিক্টোরিয়া হিলে। গত ২৫ এপ্রিল নতুন এ আইসক্রিমটি বাজারে এসেছে। এটাকে তারা আইসক্রিমের রাজকীয় সংস্করণ বলে দাবি করলেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। পৃথিবীর সমস্ত মাকে তার বাচ্চার বুকের দুধ খাওয়ানোর উপকারিতার কথা মনে করিয়ে দিতেই নাকি 'রয়্যাল বেবি গাগা'র এ প্রচেষ্টা। এর সাথে এটাও জুড়ছেন, এমন অমৃত-স্বাদ আর কিচ্ছুতে মেলে না। বিরোধীদের মতে, মায়ের বুকের দুধে শুধু শিশু সন্তানেরই অধিকার। একে মায়ের দুধের অসম্মান বলে মনে করছেন তারা। তাই বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ হতে প্রস্তুতি নিচ্ছেন অনেকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়