Sunday, May 3

যশোরে জামাইয়ের হাতে শ্বশুর খুন


যশোর প্রতিনিধি: যশোরে জামাইয়ের হাতে আহত শ্বশুর হোসেন আলী (৪৫) মারা গেছেন। রোববার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে, শনিবার রাতে মেয়েজামাই ও তার বন্ধুরা হোসেন আলীকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় জড়িতদের মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত জামাই আজহারুল ইসলাম পলাতক রয়েছে। স্থনীয়রা জানান, তেঘরি গ্রামের আজহারুল ইসলাম কাঠমিস্ত্রি হোসেন আলীর মেয়েকে ভালোবেসে বিয়ে করে। কিন্তু এ বিয়ে মেনে না নিয়ে হোসেন আলী মেয়ে ও জামাইয়ের সাথে সম্পর্ক ত্যাগ করেন। কয়েকদিন আগে হোসেন আলীর মেয়ে স্থানীয় একটি ক্লিনিকে সন্তান প্রসব করেন। খবর পাওয়ার পরও হোসেন আলী মেয়ে ও নাতিকে দেখতে যাননি। এ ঘটনায় জামাতা আজহারুল ইসলাম তার ওপর ক্ষুব্ধ হন। এরই জের ধরে শনিবার রাতে কয়েকজন বন্ধুকে নিয়ে আজহারুল বাজিতপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে হোসেন আলীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাবউদ্দিন খুনের ঘটনা নিশ্চিত করে বলেন, ‘হত্যাকাণ্ডে অংশ নেওয়া ওমর আলী, বিল্লাল এবং রেজাউলকে আটক করেছে পুলিশ। তিনি আরো জানান, জামাই আজহারুল ইসলাম পলাতক রয়েছে। খুনের ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়