Sunday, May 24

গাছবাড়ী টু সিলেট সিএনজি ভাড়া হ্রাসের জন্য মতবিনিময়


গাছবাড়ী টু সিলেট সিএনজির অতিরিক্ত ভাড়ার জন্য নানা ভোগান্তির শিকার যাত্রীরা। অতিরিক্ত ভাড়া নিয়ে বিভিন্ন সময় যাত্রী -চালকের মধ্যে দেখা দেয় বাকবিতন্ডা। কোন কোন সময় তা উত্তপ্ত অবস্থারও সৃষ্টি করে। গাছবাড়ী থেকে সিলেট শহরের দূরত্ব ৩৫ কি.মি. এর মতো। সিএনজি চালকরা জনপ্রতি ভাড়া নেন ১০০ টাকা। পার্শ্ববর্তী বিভিন্ন ষ্ট্যান্ডের চেয়ে এখানকার ভাড়া অনেক বেশি বলে জানান যাত্রীরা। অতিরিক্ত ভাড়া হ্রাসের জন্য আজ সিলেট জেলা অটোরিক্সা সি.এন.জি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ জাকারিয়ার সাথে মতবিনিময় করেন গাছবাড়ীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মতবিনিময়ে সিলেট জেলা অটোরিক্সা সি.এন.জি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ জাকারিয়া অতিরিক্ত ভাড়া আদায়ের কথা শুনে চমকে উঠেন। তিনি বলেন, এ ভাবে ভাড়া নির্ধারণ হতে পারে না।অতিরিক্ত ভাড়া হ্রাস করার কথা জানিয়ে তিনি শীঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ভাড়া হ্রাসের আশ্বাস দেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক অপূর্ব সিলেট ও অনলাইন নিউজর্পোটাল নিউজচেম্বারটোয়েন্টিফোরডটকম সম্পাদক তাওহীদুল ইসলাম, অনলাইন নিউজর্পোটাল দৈনিক সিলেটডটকম এর ষ্টাফ রিপোর্টার আতিক সামি, নিউজচেম্বারটোয়েন্টিফোরডটকম এর ক্যামেরা পার্সন নাজমুল ইসলাম, ব্যবসায়ী এবাদুর রহমান এবাদ, মিনহাজুল ইসলাম নান্নু, এমাদুর রহমান, মাছরুর আহমদ আপন প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়