কানাইঘাট নিউজ ডেস্ক:
নিখোঁজের ৩৮ দিন চিনিকলের স্টাফ কোয়ার্টাররের একটি গোয়ালঘর থেকে এক শ্রমিকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় নিহত মোবারকগঞ্জ চিনিকলের মেকানিক রফিউদ্দিন (৫০) এর স্ত্রীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, শনিবার বিকেলে স্ত্রী ফাতেমাকে ( ৪৫) আটকের পর তার দেয়া তথ্যমতে রোববার চিনিকলের স্টাফকোয়ার্টারের একটি গোয়াল ঘরের মেঝেতে পুতে রাখা রফিউদ্দিনের গলিত লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, রফিউদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যার পরে দুই পা কেটে একটি পলি ব্যাগে ভরে নিজ কোয়ার্টারের সামনের গোয়াল ঘরের মেঝেতে গর্ত খুঁড়ে পুতে রাখা হয়।
সংশ্লিষ্ট প্রাথমিকভাবে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার দিন (২৬ মার্চ) রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে শাবল দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতেই মারা যায় সে। এরপর পেশাদার কিলার দিয়ে রফিউদ্দিনের দুই পা কেটে বডি ছোট করা হয়।
লাশ একটি বড় পলি ব্যাগে ভরে বাড়ির সামনের গোয়াল ঘরের মেঝেতে বিশাল একটি গর্ত খুঁড়ে পুতে রাখা হয়।
ওসি জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
দুপুরে নিহতের লাশ ঝিনাইদহ সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়