Tuesday, May 5

কানাইঘাটে পরিবহন শ্রমিকদের সমাবেশে বক্তারা : ১০ মের মধ্যে ফয়সলের খুনীরা গ্রেফতার না হলে পরিবহন ধর্মঘটের ডাক


নিজস্ব প্রতিবেদক: গত ১৫ এপ্রিল সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে নিহত কানাইঘাট উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডের অটোরিক্সা চালক ফয়সল আহমদের খুনীদের আগামী ১০ মে’র মধ্যে গ্রেফতার না করা হলে ১১ মে থেকে কানাইঘাটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। অটোরিক্সা চালক ফয়সল আহমদের খুনীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে চলমান কর্মসূচীর অংশ হিসাবে মঙ্গলবার বিকেল ২টায় কানাইঘাট উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডে উপজেলা যৌথ পরিবহন শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে উক্ত কর্মসূচী ঘোষণা করা হয়। সমাবেশ পূর্ব হাজারো পরিবহন শ্রমিকদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল কানাইঘাট বাজার থেকে বের হয়ে থানা ভবন অতিক্রম করার সময় ফয়সল হত্যা মামলার ২নং আসামী মাহবুবুর রহমানের বোনের বাসা থেকে মিছিলকে ল্য করে বেশ কয়েকটি ঢিল ছোড়া হলে পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মিছিলকারীরা জানিয়েছেন পূর্ব পরিকল্পিতভাবে তাদের মিছিলকে লক্ষ্য করে ঢিল ছুড়ে মারা হয়েছে। মিছিল পরবর্তী উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডে উপজেলা যৌথ পরিবহন শ্রমিক সংগঠনের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং শ্রমিকনেতা রুবেল আহমদ ও জাফর আহমদের যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাস্তানদের কোন রাজনৈতিক পরিচয় নেই। অটোরিক্সা চালক ফয়সল আহমদকে যারা প্রকাশ্যে দিবালোকে নির্মম ভাবে হত্যা করেছে তারা সন্ত্রাসী। তারা কোন রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। নির্মম এ হত্যাকান্ডের ২০দিন পেরিয়ে গেলেও মামলার আসামী খুনী চক্রকে গ্রেফতার করছে না পুলিশ। হত্যাকান্ডটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। এটা বরদাস্ত করা হবে না পরিবহন শ্রমিকরা আজ ঐক্যবদ্ধ। আগামী ১০ মে’র মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা না হলে সিলেটের পরিবহন শ্রমিকরা যে কোন ধরনের কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবে বলে হুশিয়ার উচ্চারণ করেন তিনি। প্রতিবাদ সমাবেশে উপজেলার ১০টি পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলার রহিম উদ্দিন ভরসা, চতুল বাজার সিএনজি স্ট্যান্ডের উপদেষ্টা রশিদ আহমদ মেম্বার, ফিরোজ মিয়া, আজির উদ্দিন, শামীম আহমদ, আব্দুল খালিক, সেবুল আহমদ, হাবিব উল্লাহ, ইজ্জাদুর রহমান, জাকারিয়া, জয়নাল আবেদীন, তাজুল ইসলাম, ফয়সল আহমদ, লুৎফুর রহমান, নজমুল ইসলাম, হেলাল আহমদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়