Monday, May 11

কাঁদার জন্য ঘর!


কানাইঘাট নিউজ ডেস্ক: মহিলারা কাঁদতে ভালবাসেন। আর কাঁদলে শরীর-মন ভাল থাকে। তাই জাপানের একটি হোটেলে শুধুমাত্র মহিলাদের কাঁদার জন্য আলাদা ঘরের ব্যবস্থা রয়েছে। হোটেলটির নাম মিটসুই গার্ডেন হোটেলে। শুধু আলাদা ঘরই নয়, নানা রকমের টিস্যু, আই মাস্ক থরে থরে সাজানো রয়েছে সেখানে। আরও আছে। মন খারাপ করা গান শোনার ব্যবস্থা আছে। চাইলে দুঃখের সিরিয়াল বা সিনেমাও দেখা যেতে পারে। এখানেই শেষ নয়। অঝোরে কাঁদতে গিয়ে কাজল উঠে গেলে কিংবা মেকআপ মুছে গেলে ফের নিজেকে পরিপাটি করে তোলার জন্য রয়েছে মেকআপ রুম। দরকার হলে মেকআপ আর্টিস্টের সাহায্যও নিতে পারেন। তারজন্য অবশ্য আলাদা করে বিল মেটাতে হবে। মিটসুই গার্ডেন হোটেলের কাঁদার জন্য যে ঘরগুলি বরাদ্দ, তার ভাড়া ৮৩ মার্কিন ডলার। একদিন আগে বুক করলেই হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়