Saturday, May 2

সালাহউদ্দিনকে ফিরিয়ে দেয়ার দাবি রিপনের


ঢাকা: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, গণমাধ্যমের তথ্য অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহিনী সালাহউদ্দিন আহমেদকে তুলে নিয়ে গেছে। তাই আমরা তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি করছি। শনিবার বিকালে গুলশান-২ এ নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের বাসভবনে তার স্ত্রীর সাথে দেখা করার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় রিপন বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর আমাদের আস্থা আছে। তারা জাতিসংঘের শান্তি মিশনে সুনামের সাথে কাজ করছে। তারা তাকে (সালাহউদ্দিন) উদ্ধার করতে পারবে না সেটা আমরা ভাবতে পারি না। এটা তাদের কাছে কঠিন কিছু নয়। সালাহউদ্দিনের মতো একজন রাজণীতিবিদকে খুঁজে না পাওয়া রাজনীতির জন্য অশনি সংকেত উল্লেখ্য করে তিনি আরো বলেন, তিনি একজন সাবেক সংসদ সদস্য, প্রতিমন্ত্রী এবং প্রশাসনিক কর্মকর্তা। ৫৩দিন ধরে তাকে খুঁজে না পাওয়া যাবে না এটা কল্পনাতীত। এ সময় সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বলেন, আমরা পেছনের দিকে তাকাতে চায় না। তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার আহ্বান করছি। তিনি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমি আহ্বান জানাই তিনি যেন আমার স্বামীকে পরিবারের কাছে ফিরিয়ে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়