কানাইঘাট নিউজ ডেস্ক:
রাত পেরোলেই মা দিবস। কি দেবেন ভাবছেন? একটা পারফিউমের বোতল নাকি একটা কার্ড?
কেমন হয় যদি আপনার বিশেষ উপহার তার মুখের স্মিত হাসিটা আরো একটু বেশি বিস্তৃত করতে পারে? জেনে নিন মা দিবসে, মাকে দেয়ার জন্য কিছু বিশেষ উপহারের আইডিয়া।
ভালোবাসায় ভরা একটি পাত্র: মায়ের পছন্দের চকলেট বা কুকিজতো দিতেই পারেন। কিন্তু সেটাই এমন করে দিতে পারেন যেন মায়ের খুশির মাত্রাটা আরো বেড়ে যায়। একটা কাচের জারে এসব কুকিজ ভরে ফেলুন। তারপর বোতলটাতে গ্লাস পেইন্ট করিয়ে নিন। পরে রঙিন কাগজে শুভেচ্ছা জানিয়ে কিছু লিখে লাগিয়ে দিন জারের উপর। রঙচঙে রিবন দিয়ে সুন্দর করে বেঁধে সকাল বেলা ঘুম ভাঙতেই মায়ের হাতে তুলে দিন। দেখবেন মায়ের হাসিটা বিস্তৃত হবেই।
বোতলভরা ক্ষুদে বার্তা: হয়তো আইডিয়াটা পুরোনো কিন্তু বেশ দ্রুত কাজটা করা যাবে এবং মজারও। এজন্য দরকার হবে, একটা পুরোনো বোতলে ছোট ছোট নানান রঙের কাগজে করে মনের কথা লিখুন। তারপর সেটা একটি পুরোনো কাচের বোতলে ভরে রিবন বেঁধে দিন গলায়। সকালে ব্রেকফাস্ট বা কোনো খাবারের সাথে পরিবেশন করতে পারেন। চাইলে ছোট ছোট কিছু রঙিন কাগজের নৌকা বানিয়েও ব্রেকফাস্ট ট্রেতে রেখে দিতে পারেন। দেখতে সুন্দর লাগবে।
কানের দুল অর্গানাইজার: সব মা-ই চান একটি গোছানো সংসার। আর বিশেষ করে যে জিনিস তিনি ভালোবাসেন সেটা গোছানো দেখলেতো তার আনন্দের সীমা থাকবে না। মা দিবসে তাকে বানিয়ে দিতে পারেন কানের দুল অর্গানাইজার। এজন্য আপনার দরকার হবে কেবল চিজ গ্রেটার এবং অল্প খানিকটা রঙ। পছন্দের রঙে রাঙিয়ে নিন চিজ গ্রেটার। রং শুকিয়ে গেলে একটা সূক্ষ্ম কিছু দিয়ে গ্রেটারের বড় বড় ছিদ্রগুলো থেকে রঙ সরিয়ে ফেলুন। এবার সেই বড় বড় ছিদ্রগুলোতে কানের দুল ঝুলিয়ে দিন। হয়ে গেলো অসাধারণ কানের দুল স্ট্যান্ড।
সাবান শিল্প: হয়তো খুবই কঠিন শোনাচ্ছে। আদতে কিন্তু এটা খুবই সাধারণ একটি উপায়। পছন্দের কোনো ডিজাইন বেছে নিন। হতে পারে সেটা কোনো সাধারণ ফুল, মায়ের নাম আর যদি অঙ্কনে পারদর্শী হন তাহলে মা এবং নিজের পোর্ট্রেট। হালকা রঙের কোনো সাবান বেছে নিন। এরপর সেটার উপর পছন্দের ডিজাইনটা কার্ভ করে নিন। কোনো চামচ বা ট্রেসিং পেপার ব্যবহার করে ভালো ফিনিশিং দিতে পারবেন। তারপর সেটা মায়ের হাতে তুলে দিন।
ভিন্ন রকম উপহার মায়ের মুখে হাসি ফোটাবে নিশ্চিত। মায়ের জন্য এটুকু নিশ্চয়ই আপনি করতে পারেন।
খবর বিভাগঃ
ফিচার
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়