দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলার বিরল সীমান্তে বিএসএফ’র গুলিতে আব্দুর রাজ্জাক (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ধর্মজইন সীমান্তের মেইন পিলার ৩২১ এর ১০ এবং ১১ সাব পিলারের মাঝামাঝি স্থানে তাকে গুলি করা হয়।
দিনাজপুর বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জামাল হোসেন সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুর রাজ্জাক ভারতের আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে ভারতের ৪১ কাটাবাড়ি বিএসএফ’র সদস্যরা ৫ রাউন্ড গুলি ছুঁড়ে।
এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে নিহতের লাশ বিএসএফ সদস্যরা টেনে হেঁচড়ে নিজেদের হেফাজতে নিয়ে যায়।
তিনি আরো জানান, নিহত ব্যক্তি বাংলাদেশি না ভারতের তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা লোক পাঠিয়েছি। নিশ্চিত হলে আমরা বিষয়টি নিয়ে বিএসএফ’র সাথে কথা বলে লাশ হস্তান্তরের ব্যবস্থা নেব।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়