Tuesday, May 26

বাংলাদেশে কোনো নির্বাচনই নির্দলীয় হয় না


ঢাকা: বাংলাদেশে কোনো নির্বাচনই নির্দলীয় হয় না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র্র কুমার (এসকে) সিনহা। মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত ‘নারীর প্রতি সহিংসতা যুগান্তকারী রায়: বাংলাদেশ, ভারত, পাকিস্তান ২য় খণ্ড’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসকে সিনহা বলেন, কয়েকদিন আগে ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধিদল আমার সঙ্গে যোগাযোগ করেছিল। বিচার বিভাগকে সহায়তা দিতে তারা সব সময় কয়েক মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়ে আসছে। কিন্তু এবার আমি তাদের অনুদান দিতে নিষেধ করেছি। কেননা তারা মূলত গ্রাম্য সালিশ এবং গ্রাম্য আদালতের ক্ষেত্রে এ অনুদান দেয়। সেখানে স্থানীয় মাতব্বররা বিচার করেন। এতে করে ওই সালিশের যে রায় তা সঠিক হয় না। কারণ স্থানীয় জনপ্রতিনিধিরা কোনো না কোনো দলকে সমর্থন করেন। যে কারণে তার পছন্দের ব্যক্তি রায় পায়, অপছন্দের ব্যক্তিরা রায় পায় না। নারী নির্যাতন নিয়ে কাজ করা সংগঠনদের প্রতি প্রধান বিচারপতি বলেন, কিছু আইন আছে যেগুলো উপনিবেশিক ধ্যান ধারণায় তৈরি করা হয়েছে। যেগুলোর অনেকটাই কালো বিধান। এগুলো আপনারা তুলে ধরুন যাতে সংশোধন হয়। প্রধান বিচারপতি বলেন, জুনে আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাবো। আমার কাছে তথ্য আছে যে, এখানে কিছু মহিলা আছে যারা নিরাপরাধ, কিন্তু মিথ্যা মামলায় আটক আছে। আমি মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে এ তথ্যগুলো দিয়েছিলাম কিন্তু তার কোনো ব্যবস্থা হয়নি। সংগঠনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি ইমান আলী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়