নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে রবিবার অপ্রাপ্ত বয়স্ক প্রেমিক জুটিকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে কানাইঘাট সদর ইউপির আগ্নিপাড়া গ্রামে। জানা যায়, ৪ মাস পূর্বে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও গ্রামের মৃত গেজা মিয়ার পুত্র খালেদ আহমদ রাসেল (১৯) এর সাথে মোবাইল ফোনের মাধ্যমে কানাইঘাট সদর ইউপির আগ্নিপাড়া গ্রামের ওমান প্রবাসী নিজাম উদ্দিনের মেয়ে নাসিমা বেগম (১৬) এর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সুবাদে প্রেমিক খালেদ আহমদ রাসেল তার বন্ধু একই গ্রামের রোহাব আলীর পুত্র আফজল হোসেন (১৬) কে নিয়ে রবিবার বেলা ২টায় প্রেমিকা নাসিমা বেগমের সাথে দেখা করার জন্য কানাইঘাটে আসে। একপর্যায়ে প্রেমিকা নাসিমা বেগম তার প্রেমিক খালেদ আহমদ রাসেলের সাথে দেখা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় কান্দেবপুর গ্রামের মসজিদের পাশে আসামাত্র স্থানীয় লোকজনদের সন্দেহ হলে তারা এ প্রেমিক জুটিকে আটক করেন। পরে স্থানীয় ইউপি সদস্য নুর হোসেন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কানাইঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ প্রেমিক জুটি সহ আফজল হোসেনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে এ তিনজন থানা হেফাজতে রয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে। জানা গেছে, নাসিমা বেগমের অন্যত্র বিয়ে দেওয়ার প্রস্তুতি নিলে সে তার প্রেমিক খালেদ আহমদ রাসেলকে বিষয়টি জানালে হিত বিপরীত হয়ে এখন তারা শ্রীঘরে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়