Saturday, May 2

গাছের সঙ্গে বেঁধে দুই নারীকে নির্যাতন


ঝালকাঠি: ঝালকাঠীর রাজাপুর উপজেলায় জমি নিয়ে সংঘর্ষের সময় প্রতিপক্ষের দুই নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব রাজাপুর গ্রামে এই সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব কুমার মিস্ত্রী বলেন, পূর্ব রাজাপুর গ্রামের এনছাব আলী ও লাল মিয়ার সঙ্গে জমি দিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিকালে বিরোধপূর্ণ জমিতে লাল মিয়া ঘর তুলতে গেলে পরিবারের সদস্যদের নিয়ে এনছাব বাধা দেয়। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে এনছাবের স্ত্রী রাহিমা বেগম ও তার ভাইয়ের স্ত্রী নাছিমা বেগমকে প্রতিপক্ষের নারীরা গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে ওই দুই নারীকে উদ্ধার করে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাহিমা ও নাছিমা সাংবাদিকদের বলেন, বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে বাধা দেওয়ায় লাল মিয়ার স্ত্রী ও মেয়েরা তাদের গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এছাড়া লাল মিয়া ও তার পক্ষের অন্য পুরুষরাও তাদের সহায়তা করে, এবং মারধর ও লাঞ্ছিত করে। রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত দুপক্ষের চার জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়