Tuesday, May 5

'সাবধান আ'লীগ, সাবধান'


ঢাকা: যারা এই আওয়ামীলীগের আমলে গুম-খুন হয়েছে তাদের পরিবারের লোকেরা তৈরি হচ্ছে এর বদলা নিতে' উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ বলেছেন, "তাই সাবধান আওয়ামীলীগ, সাবধান অত্যাচারীরা।" মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত সিটি নির্বাচনে সরকার দলীয় সন্ত্রাসী কর্তৃক সহিংসতা ও নারী কর্মীদের উপর বর্বরোচিত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। হান্নান শাহ বলেন, "খালেদা জিয়ার গাড়ির উপর হামলা করে তারা আওয়ামীলীগ বলে কিছু বিক্ষিপ্ত মানুষ এ হামলা চালিয়েছে। আওয়ামীলীগ মা-বোনদের ইজ্জত করতে পারে না। তারা মানুষ নয়, তারা অমানুষ, তারা শয়তান।" তিনি বলেন, "সিটি নির্বাচন নিয়ে আমি কেবল সরকারকে দোষ দেইনা। এই সরকারতো জালেম সরকার। এরা এসব করবেই। সরকারের দায়িত্ব এক আর নির্বাচন কমিশনের দায়িত্ব আরেক। কিন্তু নির্বাচন কমিশন সরকারের নির্দেশে কাজ করেছে। তারাও ব্যালট পেপারে সিল মেরেছে।" এসময় সিটি করপোরেশন নির্বাচনের দিনের কিছু অনিয়মের অভিযোগ করে হান্নান শাহ বলেন, "এটা জাতীয় নির্বাচন নয়। এটা হেরে গেলে সরকার ক্ষমতাচূত হতনা। একারনে খালেদা জিয়া নির্বাচনের আগে নির্বাচন সুষ্ঠু দেয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী।" আওয়ামীলীগের মন-মানসিকতা বাকশালের উল্লেখ করে তিনি বলেন, "আওয়ামীলীগ নির্বাচনে নিজেদের প্রার্থীদের জেতানোর জন্য যা খুশি তাই করতে পারে। তাই নির্বাচনের আগে তাদের পুলিশ বাহিনি দিয়ে আমাদের প্রার্থীদের ভয় দেখিয়েছে। এজন্য সরকারি বাহিনিসহ তাদের দলীয় নেতারা আমাদের কাউন্সিলর প্রার্থীদের না পাওয়া গেলে তার মা অথবা বাবাকে ধরে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। তারা নির্বাচনের দিন আমাদের লোকজনকে বের করে দিয়েছে ভোট কেন্দ্র থেকে।" তিনি বলেন, "এই নির্বাচন ছিল সরকার এবং নির্বাচনকে টেস্ট করা এই নির্বাচনের মাধ্যমে আবার প্রমানিত হল, এই সরকারের আমলে কোন নির্বাচনই সুষ্ঠু হতে পারেনা। এই নির্বাচনের মাধ্যমে মানুষের মনে তাদের প্রতি ঘৃণা জন্মেছে।" আয়োজক সংগঠনের সভাপতি নূরী-আরা-সাফার সভাপতিত্বে সমেবেশে আরও বক্তব্য রাখেন, পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারন সম্পাদিকা শিরিনা সুলতানা প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়