Tuesday, May 5

সেই যুবলীগ নেতার ৫ দিনের রিমান্ড


কানাইঘাট নিউজ ডেস্ক: রাজধানীর রামপুরার হাজীপাড়া এলাকায় ঝিলে ঘর দেবে ১২ জন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা ও ঘরের মালিক মো. মনিরুজ্জামান চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মনিরুজ্জামান চৌধুরীকে মঙ্গলবার আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য রামপুরা থানার এসআই মোহাম্মদ জুলহাস ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জাকির টিপু হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। ১৫ এপ্রিল বিকেল ৩টার দিকে ঝিলপাড়ে দোতলা উঁচু একটি টিনশেড ঘর দেবে পানিতে ডুবে যায়। এতে ১২ জন মারা যান এবং অনেকে গুরুতর আহত হন। মনিরুজ্জামান জমি দখল করে ডোবার ওপর বাঁশ ও কাঠ দিয়ে ২০-২৫ কক্ষবিশিষ্ট ওই ঘরটি নির্মাণ করেন এবং অবৈধভাবে আয়ের জন্য নিম্নবিত্ত পরিবারের কাছে তা ভাড়া দেন। ওই ঘটনায় রামপুরা থানার এসআই আব্দুর রশিদ বাদী হয়ে মনিরুজ্জামানের বিরুদ্ধে ১৬ এপ্রিল একটি হত্যা মামলা (মামলা নম্বর-১৯) দায়ের করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়