মো: মাহতাব আহমদ(সেলিম)
:
উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউপির ফাগু গ্রামে এক প্রবাসীর স্ত্রী কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটেদের কর্তৃক ধর্ষণের চেষ্টা এবং প্রবাসীর স্ত্রীকে তার নিজ বসত বাড়ীর ঘরে তালাবদ্ধ করে মিথ্যা অপবাদ দিয়ে শারীরিক নির্যাতনের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩) ৯ এর (৪) (খ) সহ ৩২৩/৩২৫/৩৪২ ধারায় কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার মামলা নং- ১৫, তারিখ- ২৪/০৫/২০১৫ইং। এ ঘটনায় কানাইঘাট থানা পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া প্রবাসীর স্ত্রী নির্যাতিতা গৃহবধু রোশনা বেগম (২৩) বাদী হয়ে দেবর সহ ৩জনকে আসামী করে রবিবার কানাইঘাট থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযোগটি এফআইআর করে। শারীরিক ভাবে নির্যাতনের স্বীকার রোশনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মামলার এজাহারে জানা যায়, ফাগু গ্রামের কুতুব উদ্দিন প্রবাসে থাকায় তার স্ত্রী এক সন্তানের জননী রোশনা বেগমকে দীর্ঘদিন থেকে একই বাড়ীর চাচা শ্বশুড় মৃত হাজী আজির উদ্দিনের পুত্র বিবাদী দেবর মাহবুব আহমদ (২৮), তরমুজ আলীর পুত্র মখলিছুর রহমান (৩২) ও মৃত হাজী কুতুব আলীর পুত্র কমর উদ্দিন কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। কু-প্রস্তাবের প্রতিবাদ করায় ক্ষুব্দ হয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে মামলার আসামী উত্যক্তকারী মাহবুব আহমদ, মখলিছুর রহমান, কমর উদ্দিন প্রবাসীর স্ত্রীর বসত ঘরে কৌশলে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ধস্তাধস্তি শুরু হলে বিবাদীগণ রোশনা বেগমের শরীরের বিভিন্ন স্থানে কামড়াইয়া ও পিটাইয়া রক্তাক্ত দাগ ফুলা জখম করে। ধস্তাধস্তির একপর্যায়ে রোশনা বেগমের আত্মচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা তার বসত ঘর থেকে বের হয়ে ঘরের দরজার বাহিরের দিকে তালা মেরে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ায়। এমনকি উত্যক্তকারীরা তাকে ঘরে ভিতরে তালাবদ্ধ করে রাখে। রোশনা বেগমের আত্মীয় স্বজনরা খবর পেয়ে শুক্রবার তাকে উদ্ধার করতে গেলে বিবাদীরা বাঁধা প্রদান করে। পরে তার পরিবার বিষয়টি কানাইঘাট থানা পুলিশকে অবহিত করলে পুলিশ গত শনিবার বিকেলে প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করে। এসময় পুলিশের প্রবাসীর স্ত্রীর উপর মিথ্যা অপবাদকারী মাহবুব আহমদ, কমর উদ্দিন, মখলিছুর রহমান গংরা পালিয়ে যায়।
এব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রবাসীর স্ত্রীর উপর নির্যাতনের বিষয়টি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে অভিযান চলছে।
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়