ঢাকা: সর্বশেষ লোকসভায় সর্বসম্মতিক্রমে বহুল প্রত্যাশিত সীমান্ত বিল পাস হওয়ার খবরটি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি।
গতকাল রাজ্যসভায় বিলটি পাসের পর আজ ভারতের লোকসভায় এটি পেশ করা হয়। ৩১৮-০ ভোটে বিলটি পাস হয়।
বিলটি পাসের পরপরই ভারতের প্রধানমন্ত্রী টেলিফোন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। টেলিফোনে দুই শীর্ষ নেতার মধ্যে সীমান্ত বিল নিয়ে আলাপ হলেও এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
এছাড়া ভারতের প্রধানমন্ত্রী টুইট করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করার বিষয়টি উল্লেখ করেছেন। এতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান।
মোদী টুইটে বলেন, ‘স্পোক টু বাংলাদেশ পিএম শেখ হাসিনা অ্যান্ড কনভেইড মাই গ্রিটিংস টু দ্য পিপল অব বাংলাদেশ অন দিস ল্যান্ডমার্ক ওকেশন।’
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়