কানাইঘাট নিউজ ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশে উদ্ভিদবিশেষজ্ঞ কালিমুল্লা খান ফলন করলেন অসাধারণ এক ধরনের আম। এ আম তিনি উৎসর্গ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে। যার নাম দেওয়া হয়েছে 'নমো আম'।
উত্তরপ্রদেশে তার খ্যাতি ম্যাঙ্গো ম্যান হিসেবে। এর আগে তিনি বিভিন্ন ধরনের আম ফলন করেছেন এবং নাম দিয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন তারকাদের নামে।
৭৪ বছর বয়সী উদ্ভিদ বিশেষজ্ঞ পদ্মশ্রী জয়ী কালিমুল্লা খান এই আমটি উদ্ভাবন করেছেন। তার দাবি এর স্বাদ হবে অসাধারণ।
শুধু তাই নয়, এই বিশেষ প্রজাতির আম, মোদির মতোই সৌহার্দ্য, ভ্রাতৃত্বের বার্তা বয়ে নিয়ে যাবে দেশ থেকে দেশান্তরে এবং নিজের স্বাদে গন্ধে ভুলিয়ে দেবে সবাইকে।
সুত্র: এবিপি
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়