আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ:
সম্প্রতি পাকিস্তানে অনার কিলিংয়ের শিকার শাবানা বিবির (২৫) ভাই মোহাম্মদ আজম হুমকি দিয়েছেন যদি তার বোনের হত্যাকাণ্ডের ন্যায়বিচার না করা হয় তাহলে তিনি নিজেও আগুনে পুড়ে আত্মহত্যা করবেন। পাকিস্তানের মুজাফফরগড়ের বাসিন্দা শাবানা বিবি গত শনিবার হাসপাতালে মৃত্যুবরণ করেন। স্বামী ও শশুরের দেওয়া আগুনে শাবানার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।
পুলিশ শাবানার স্বামী মোহাম্মদ সিদ্দিক ও শ্বশুর পীর বখশকে গ্রেফতার করেছে।
শাবানার ভাই মোহাম্মদ আজম বলেন, শাবানা স্বামীর পূর্বানুমতি ছাড়াই তার বোনের সঙ্গে দেখা করতে গেলে তার স্বামী সিদ্দিক এতে ক্রুদ্ধ হয়ে ওঠেন। এ কথা শুনে শাবানার শ্বশুর গত ১৭ এপ্রিল তাকে প্রথমে বেদম মারধোর করেন এবং পরে গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন।
অনার কিলিং: আগুনে পুড়ে আত্মহত্যার হুমকি ভাইয়ের!
শাবানার ভাই জানান, তিন বছর আগে সিদ্দিকের সঙ্গে তার বোনের বিয়ে হয়। কিন্তু গত তিন বছরেও সন্তান না হওয়ায় হতাশ হয়ে শাবানাকে প্রায়ই নির্যাতন করতেন তার স্বামী।
তবে আজম জানান, পুলিশ বলছে শাবানা আত্মহত্যা করেছেন। আজম আরো অভিযোগ করেন, বারবার অনুরোধ করার পরও পুলিশ তাকে ওই মামলার অপরাধ প্রতিবেদনের কপি সরবরাহ করছে না।
আজম বলেন, ‘ন্যায় বিচার না পেলে আমি জেলা পুলিশ দফতরের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করব।’
জেলা পুলিশ প্রধান রাই জামির উল হক বলেন, ‘আমরা ইতোমধ্যেই নিহত শাবানার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে খুন ও সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে।’
উল্লেখ্য, মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্যই পাকিস্তানে আজকাল ফৌঁজদারি অপরাধের মামলায়ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়।
তবে মামলাটির তদন্তে নিয়োজিত পুলিশ কর্মকর্তা নাসিম বলছেন, পুলিশের এ ব্যাপারে এখন কোনো সন্দেহ নেই যে, শাবানা বিবি আত্মহত্যা করেছেন। নাসিম বলেন, ওই এলাকার অন্তত তিনজন বাসিন্দা কুরআন ছুয়ে শপথ করে সাক্ষ্য দিবেন যে শাবানার শ্বশুর নির্দোষ। আগামীকাল তারা সাক্ষ্য দেয়ার জন্য থানায় আসবেন।
প্রসঙ্গত, পাকিস্তানে প্রতি বছর অন্তত কয়েকশত নারী গৃহ-নির্যাতন অথবা পরিবারের সম্মান রক্ষার নামে হত্যাকাণ্ডের শিকার হয়ে নিহত হন।
পাকিস্তানের মতো চরম রক্ষণশীল ও পিতৃতান্ত্রিক একটি সমাজে নারীদের জীবন মানের উন্নয়নে প্রচারণার জন্য গঠিত আওরাত ফাউণ্ডেশন জানিয়েছে, ২০০৮ সালের পর থেকে এ ধরণের সহিংসতায় প্রতি বছর অন্তত ৩ হাজার নারীর মৃত্যু হচ্ছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়