আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ:
কিয়েভের এক চিড়িয়াখানায় ভালবাসতে গিয়ে বিপাকে পড়ল এক কচ্ছপ দম্পতি। স্ত্রী কচ্ছপটির সঙ্গে প্রজননে লিপ্ত হতে গিয়ে মুখ পুড়ল পুরুষ কচ্ছপটির। ভারসাম্য হারিয়ে স্ত্রী কচ্ছপটির পিছনে শক্ত আবরণের উপর আটকে গেল পুরুষ কচ্ছপটি। শত চেষ্টা করেও অন্তত ১৫ মিনিটের আগে ছাড়াতে পারল না নিজেকে। শেষ পর্যন্ত নিজেকে মুক্ত করতে পারলেও উল্টে পড়ল কাদায়।
ভালোবাসতে গিয়ে বিড়ম্বনায় কচ্ছপ দম্পতি
আর তাই দেখে স্ত্রী কচ্ছপটি রেগেমেগে একেবারে আগুন। পুরুষ কচ্ছপটির শত অনুনয় বিনয়তেও বরফ গলল না। মুখ ফিরিয়ে খাবারের খোঁজে হাঁটা দিল স্ত্রী কচ্ছপটি।
মজার এই দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন ইউক্রেনের চিত্রগ্রাহক ভ্যাদিম শেভচেঙ্কো। তিনি বলেন, পুরুষ কচ্ছপটি যেভাবে কাদায় পড়ল সেই দৃশ্যটি ছিল দেখার মতো।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়