Wednesday, April 15

ইরানের পরমাণু ইস্যুতে কংগ্রেসের মন জয় ওবামার


আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ: ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে চুক্তির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসও ভূমিকা রাখতে পারবে, হোয়াইট হাউসের সঙ্গে কংগ্রেসের এক সমঝোতা চুক্তিতে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের একটি দ্বিপাক্ষিক বিলের বিষয়ে তার আপত্তি তুলে নেন। এর ফলে সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে বিলটি সর্বসম্মতভাবে পাস হয় বলে, বুধবার জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি। ওবামা বিলটিতে সই করতে রাজি হওয়ায় এটি কংগ্রেসের উভয়কক্ষে দ্রুত পাস হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এতে আগামীতে ইরানের সঙ্গে সই হওয়া যে কোনো চুক্তি প্রত্যাখ্যান করতে পারবে যুক্তরাষ্ট্র কংগ্রেস। কয়েকদিনের ধারাবাহিক আলোচনার পর চলতি মাসের শুরুর দিকে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে একটি খসড়া চুক্তি করতে সফল হয় ইরান ও ছয় বিশ্বশক্তি। এই খসড়া চুক্তির আলোকে ৩০ জুনের মধ্যে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি) একটি চূড়ান্ত চুক্তি সইয়ের কথা রয়েছে। ওই চুক্তি সই হলে ইরানের ওপর পশ্চিমা বিশ্বের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার বা শিথিল করার কথা আছে। খসড়া চুক্তিতে ইরানকে অনেক ছাড় দেয়া হয়েছে এই যুক্তিতে যুক্তরাষ্ট্রের অনেক রিপাবলিকান নেতা চুক্তিটির বিরোধিতা করছেন। তারা জোর দিয়ে বলেছেন, চুক্তি সইয়ের ফলে যদি ইরানের বিরুদ্ধে কংগ্রেসের আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নিতে হয় তাহলে তাদেরও বলার কিছু আছে। এ বিষয়ে ওবামার নিজ দল ডেমক্র্যাট পার্টির কিছু প্রতিনিধিও সুর মিলিয়েছেন। বিরল এ দ্বিপাক্ষিক সমঝোতায় নিজের অবস্থান পাল্টাতে বাধ্য হন ওবামা। এই বিল পাস হলে নিজের নির্বাহী আদেশে ইরানের উপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তা প্রত্যাহার করতে পারবেন ওবামা, কিন্তু কংগ্রেসের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারবেন না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়