ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের গেজেট প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে । সব আনুষ্ঠানিকতা শেষে মুদ্রণের জন্য সন্ধ্যায় তা বিজি প্রেসে পাঠানো হয়। তবে সহিংসতার কারণে ঢাকা দক্ষিণের তিন ওয়ার্ডের (৮, ৩৪ ও ৫৩) নির্বাচন স্থগিত থাকায় ওই তিন কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এ কারণে ওই তিন ওয়ার্ডের গেজেট প্রকাশিত হচ্ছে না।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ইতোমধ্যে নির্বাচন কমিশন গেজেট প্রকাশে সম্মতি দিয়েছে। গেজেট বিজি প্রেসে মুদ্রণের জন্য পাঠানো হয়েছে।
সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমান বলেন, বিজি প্রেসে নির্বাচিতদের গেজট প্রকাশের কাজ চলছে। বৃহস্পতিবার রাতেই তা হাতে পাওয়া যাবে।
কমিশন সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গেজেট প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গেজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়।
২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে এনে ভোটগ্রহণের চার ঘন্টা পর নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা। ওই দিন রাতে পুনঃভোটের দাবিতে নির্বাচন কমিশনে চিঠি দেন তারা।
ঢাকা উত্তরে মেয়র পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আনিসুল হক। এ ছাড়া ৩৬ সাধারণ কাউন্সিলর ও ১২ সংরক্ষিত কাউন্সিলর বেসরকারি নির্বাচিত হয়েছেন। দক্ষিণে মেয়র হিসেবে সাঈদ খোকন, ৫৪ সাধারণ কাউন্সিলর এবং চট্টগ্রামে মেয়র পদে আ জ ম নাছিরসহ ৪১ সাধারণ কাউন্সিলর ও ১৪ সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
আইনানুযায়ী গেজেট প্রকাশের এক মাসের মধ্যে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ বাধ্যতামূলক। অন্যথায় তাদের পদ আবারও শূন্য হয়ে যাবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তদারকিতে প্রধানমন্ত্রীর কাছ থেকে শপথ গ্রহণ করবেন নবনির্বাচিত মেয়ররা।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়