কানাইঘাট নিউজ ডেস্ক:
বরেণ্য শায়খুল হাদীস, সিলেটের সর্বজনশ্রদ্ধেয় আলেমেদ্বীন, গ্রন্থপ্রণেতা হযরত মাওলানা শায়খ মুহাম্মদ ইসহাক ইবনে হাবীবুল্লাহ (র)এর দাফন সম্পন্ন হয়েছে। অসংখ্য আলেমের এই উস্তাদকে অশ্রুসিক্ত নয়নে অন্তিম শয়ানে সমাহিত করা হয়। বৃহস্পতিবার বেলা ২ ঘটিকায় কানাইঘাটের রাজাগঞ্জ ইউনিয়নের বীরদল গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাযায় ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা বদর উদ্দীন। জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার মুহতামিম মুফতি আবুল কালাম যাকারিয়া, সুনামগঞ্জ দরগাহপুর মাদ্রাসার মুহামিম শায়খুল হাদীস নুরুল ইসলাম খান, সিলেট জেলা জমিয়তের সভাপতি ও আঙ্গুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ জিয়াউদ্দীন, রেঙগআ মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, জামিযা দারুল কোরআন সিলেটের শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান, জামেয়া মাহমুদিয়া সুবহানীঘাটের মুহতামিম মাওলানা শফিকুল হক আমকুনী, রেংগা মাদ্রাসার শাখুল হাদিস মাওলানা শিহাব উদ্দিন,দরগা মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি.শায়খুল হাদিস নাযির আহমদ, বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা ক্বারী আব্দুল মতিন,মুফতি মাহমুদ,.মাওলানা হাবিবে রাব্বানি চৌধুরী সহ সিলেট বিভাগের বিভিন্ন মাদ্রাসার হাজার হাজার আলেম উলামা,মুফতি মুহাদ্দিসসহ বিপুল সংখ্যক মুসল্লি জানাযায় শরীক হন। গত বুধবার রাত ১০-১৫ মিনিটে সিলেটের একটি হাসপাতাল থেকে বাড়ীতে নেওয়ার পথে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলাই রাজিউন। মৃত্যুকালে ৪ ছেলে,৪ মেয়েসহ অসংখ্য ছাত্র-ভক্ত রেখেযান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৪ বছর। শায়খুল হাদীস আল্লামা ইসহাক-দরসে বোখারী ও দরসে মিশকাত গ্রন্থের রচয়িতা। তিনি সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত না থাকলেও এদেশে ইসলামী হুকুমত কায়েমের সংগ্রামে জমিযতে উলামাযে হিন্দের সকল আন্দোলনকে সর্মথন করতেন। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’ এর প্রতি তাঁর নৈতিক সর্মথন ছিলো। জন্ম : আল্লামা মুহাম্মদ ইসহাক ১৯৪১ সালের ১৩ সেপ্টেম্বর সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগজ্ঞ ইউনিয়নের বীরদলগ্রামের এক ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মুহাম্মদ হাবীবুল্লাহ। পাকিস্তানের বিন্নুরী টাউনের জামে উলুম আল ইসলামিয়া থেকে উচ্চ শিক্ষালাব করেন। আল্লামা সৈয়দ ইউসুফ বিন্নুরী (র)এর নিকট থেকে তিনি হাদীসের ইযাযত লাভকরেন। লেখাপড়া শেষ করে দেশে ফিরে ঢাকার আশরাফুল উলুম বড়কাটরা মাদ্রাসায় প্রায় একযুগ হাদীসের দরস দান শেষে চলে আসেন সিলেটে। তিনি সিলেট দরগাহ মাদ্রাসা, কাজির বাজার,সুবহানীঘাট,দলদলী বালুচরসহ বিভিন্ন দ্বীনী প্রতিষ্ঠানে বিরামহীনভাবে অর্ধশতাব্দিকাল সিহাহ সিত্তার দরস প্রদান করেন। দেশে বিদেশে তাঁর হাজার হাজার ছাত্র রযেছে। তিনি সত্যিকার অর্থেই ‘শায়খুল হাদীস’ ছিলেন। দেশের র্শীর্ষ পর্যায়ের হাদীস বিশারদ ও সিলেটের সর্বজন শ্রদ্ধেয় এই আলেমেদ্বীনের তুলনা হতে পারেনা।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়