চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুর ১টার দিকে নগরীর চকবাজার থানার বাদশা মিয়া রোডের ওয়ার সিমেট্রি এলাকার বাসায় অভিযান চালানো হয়। তবে এ সময় ডা. শাহাদাত হোসেন বাসায় ছিলেন না।
ডা. শাহাদাত হোসেন বলেন, শুক্রবার দুপুর ১টার দিকে চকবাজার থানা পুলিশের একটি দল বাসায় তল্লাশি চালায়। এসময় তারা আমার অবস্থান জানতে চান। বাসায় থাকা আমার মা, তাদেরকে জানান যে তিনি আমার অবস্থানের বিষয়ে কিছুই জানেন না। পরে তারা চলে যান।
প্রসঙ্গত, ডা. শাহাদাতের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে ৯টি মামলায় তিনি জামিনে আছেন। এছাড়া আরো ৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে তার বিরুদ্ধে।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়